শঙ্কা কাটাতে দেশের বিভিন্ন এলাকায় বিজিবি নামানো হয়েছে: ইসি রফিকুল

ইসি রফিকুল ইসলাম (ফাইল ছবি)রাজনৈতিক দলসহ সবার শঙ্কা দূর করতেই আগাম মাঠে বিজিবি নামানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলসহ অনেকের কাছ থেকে মাঠের পরিবেশ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ আসছে। এজন্য আমরা সকলের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি। বিজিবি নামালে যদি মাঠের পরিবেশ ঠিক থাকে তাহলে নামাবো না কেন?

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে তা আমার জানা নেই। যে স্থানে আগে দরকার সেখানে আগে নামানো হবে, আর যেখানে পরে নামালেও চলবে সেখানে পরে নামানো হবে।

এর আগে ২২ ডিসেম্বর থেকে বিজিবি নামানো হতে পারে বলে কমিশন থেকে জানানো হয়েছিল। তাহলে আগে কেন নামানো হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা (সাংবাদিক) সবাই আমাদের কাছে অভিযোগ করছেন পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। হামলা হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আগে থেকেই মাঠে বিজিবি নামাবো। আমরা সিদ্ধান্ত নিয়ে বিজিবিকে জানালাম, এরই মধ্যে তারা মাঠে নেমে গেছে।

উল্লেখ্য, এর আগে আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে মাঠে নামছে। সারাদেশে আজকের মধ্যেই তাদের মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের চাহিদামতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন।’

আর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তারা থাকবেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করার জন্য। রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। আর সারাদেশে বিজিবি মোতায়েন থাকবে নির্বাচনের পরেও ইসির প্রয়োজন অনুযায়ী।

এ সংক্রান্ত আগের খবর: সারাদেশে বিজিবি মোতায়েন