ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করবে: গওহর রিজভী

ফিলিস্তিন দূতাবাস আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখছেন গওহর রিজভীঅতীতের মতো ফিলিস্তিনের মুসলমানদের পাশে বাংলাদেশ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করবে। আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরবে।’  শনিবার (২২ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে ফিলিস্তিন দূতাবাস আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. গওহর রিজভী বলেন, ‘ফিলিস্তিনের নির্যাতিত জনগণ দীর্ঘদিন ধরে তাদের আবাসভূমি ও আল-কুদস (বায়তুল মুকাদ্দাস) উদ্ধারের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের সংগ্রামে দিশেহারা হয়ে ফিলিস্তিনের মধ্যে ভাঙন ধরানোর জন্য ইসরায়েল ফিলিস্তিনের একটি ক্ষুদ্র অংশে  স্বায়ত্তশাসনের কথা বলে কয়েকজন নেতাকে বিভ্রান্ত করেছে। তথাকথিত শান্তি আলোচনার সুযোগে তারা একে একে ফিলিস্তিনের প্রকৃত সংগ্রামী নেতাদের হত্যা করে চলছে। ফিলিস্তিনের নতুন নতুন এলাকা দখল করে ইহুদি-বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনে মানবিক ত্রাণসহায়তা পৌঁছাতে পর্যন্ত তারা বাধা দিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে গওহর রিজভী বলেন, ‘ওআইসিতে নিয়মিতভাবে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ অবস্থান ব্যক্ত করছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবের বক্তব্যে মসজিদ আল-আকসার  মুফতি শেখ মুহাম্মদ আহমেদ হোসেন বলেন,  ‘বাংলাদেশসহ ইসলামি দেশগুলোর মধ্যে ফিলিস্তিনিদের জন্য যে সমবেদনা রয়েছে, তা প্রশংসনীয়।’

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় ন্যায্য দাবি সবসময় তুলে ধরেছে বাংলাদেশ। আমরা আমাদের জন্মভূমিতে উদ্বাস্তু। আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় বলছে, তারা আমাদের সমর্থন দিচ্ছে, কিন্তু  সমস্যা সমাধানে এটাই যথার্থ নয়। কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ আউয়াল, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।