উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কারা অধিদফতরে কন্ট্রোল রুম


কারা অধিদফতরজাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে কারা অধিদফতর। শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে রবিবার পর্যন্ত (৩০ ডিসেম্বর) এ কন্ট্রোল রুম চালু থাকবে। কারা অধিদফতরের অতিরিক্ত আইজি (প্রিজন্স) কর্নেল ইকবাল হাসানের তত্ত্বাবধানে এ কন্ট্রোল রুম পরিচালিত হবে।
কারা অধিদফতরের এআইজি প্রিজন্স (অর্থ) সুরাইয়া আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কারা অধিদফতরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। দেশের কারাগারগুলোয় যেকোনও ধরনের জরুরি ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।
কারা অধিদফতরের এআইজি প্রিজন্স (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, এই কন্ট্রোল রুম করা হয়েছে কারা কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে। যেকোনও জরুরি প্রয়োজনে তারা যাতে দ্রুত তথ্য দিতে পারেন সেজন্য এই কন্ট্রোল রুম করা হয়। দেশের কারাগারগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও কারারক্ষীরা জরুরি প্রয়োজনে এই কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন।