রাজারহাটে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আবহাওয়া অধিদফতর ভবনদেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। সেখানে তাপমাত্রা ছিল ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আরও দুই থেকে তিন দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শনিবার (২৯ ডিসেম্বর) রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপ, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

জানা যায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে সেটা মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে ৬ থেকে ৮ ডিগ্রি হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ। ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা তীব্র শৈত্যপ্রবাহ।

শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহে ৮ দশমিক ৩, চট্টগ্রামে ১০ দশমিক ৬, সিলেটে ১২ দশমিক ৩, রাজশাহীতে ৫ দশমিক ৮, রংপুরে ৭ দশমিক ২, খুলনায় ৮ এবং বরিশালে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।