শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতির হাতে একাদশ জাতীয় সংসদে সংসদ নেতা হওয়ার পত্র তুলে দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি: ফোকাস বাংলা)একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর বিকালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানেই বৈঠককালে তাকে এ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজয়ী দলের সভাপতি হিসেবে শপথ গ্রহণ ও সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৪টায় বঙ্গভবনে আসেন। সেখানে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান এবং বৈঠককালে রেওয়াজ অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৭টি, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ২টি, বিকল্পধারা বাংলাদেশ ২টি, গণফোরাম ২টি, জাতীয় পার্টি-জেপি ১টি এবং তরিকত ফেডারেশন ১টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া নির্বাচনে ৩ জন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে নির্বাচন হয়। এরমধ্যে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। প্রার্থীর মৃত্যু হওয়ায় আসনটিতে ভোটের আগেই নির্বাচন স্থগিত করা হয়।