জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের জন্য ডাক পাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘মন্ত্রিত্ব নতুন কিছু নয়, আগেও এ ধরনের দায়িত্ব পালন করেছি। এটা কাজের সুযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নত ও সমৃদ্ধশীল করে গড়ে তোলার যে পরিকল্পনা ঘোষণা করেছে, তা বাস্তবায়নে কাজ করবো। প্রধানমন্ত্রীর পাশে থেকে তার লক্ষ্য পূরণে নিজেকে উজাড় করে কৃষিখাতকে সফল খাতে পরিণত করবো।’
বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া টিপু মুনশি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দশ বছরে বাংলাদেশ একটি মর্যাদার আসনে পৌঁছেছে। দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে এবং ২০৪১ এর মধ্যে উন্নত দেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে পরিকল্পনাও প্রণয়ন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের অর্থনীতি ও উন্নয়নে এর ভূমিকা অনেক।’ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। নিজের মেধা, জ্ঞান, সততা, দেশপ্রেম ও আন্তরিকতা দিয়ে তিনি অর্পিত দায়িত্ব পালনে সক্রিয় থাকবেন বলে উল্লেখ করেন।
মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, ‘অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সামর্থ দিয়ে পালনের চেষ্টা করবো। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে খাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। মৎস্য ও প্রাণি সেক্টরকে সরকারের অন্যতম সফল সেক্টর হিসেবে গড়ে তুলতে চাই।’
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামূল হক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাজিকে একাদশ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী তার দূরদর্শীতা, নেতৃত্ব, সক্ষমতা দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। দল বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী একটি চৌকস, কার্যকর ও গতিশীল সরকার জাতিকে উপহার দিতে যাচ্ছেন।’ এ সরকারে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে বলেন, ‘পানি সম্পদ গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও এ নিয়ে কাজ করার সুযোগ আছে। আমি আন্তরিকতা, সততা ও দেশপ্রেম দিয়ে কাজ করবো। উন্নত বাংলাদেশ গড়ার পথের পথিক হয়ে ভূমিকা পালন করতে চাই।’
আরও পড়ুন:
২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী
মন্ত্রিসভায় কমেছে নারী, বাড়েনি সংখ্যালঘু সদস্য
নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন