‘ইইউ অব্যাহতভাবে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে’

রেন্সজে তেরিংক (ফাইল ছবি)ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অব্যাহতভাবে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুশাসন, অর্থনৈতিক সম্পর্ক, রোহিঙ্গা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বিষয় নিয়ে ইইউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। ইইউ রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ স্বল্পন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বর্তমান যে কাঠামোর মধ্যে বাংলাদেশ-ইইউ সম্পর্ক পরিচালিত হয়, সেটিকে উন্নীত করার প্রয়োজন রয়েছে। জবাবে মন্ত্রী বলেন, ইইউ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার এবং এটিকে আমরা আরও মজবুত করতে চাই।

এর আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সমর্থন জানানোর কারণে ইইউ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।