সৈয়দ আশরাফের আসনে পুনর্নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচন

২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে একাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নির্বাচন কমিশন আসনটিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে ৩ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১০ ফেব্রুয়ারি।  এ আসনে ভোট অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
আসনটিতে নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কমিশন এ আসনে নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু ওই সংসদ সদস্য নির্বাচিত হয়েও শপথ গ্রহণ করেননি সেহেতু ওই আসনটি শূন্য ঘোষণার প্রয়োজন পড়েনি। নির্বাচিত প্রার্থীর মৃত্যুতে এখানে নতুন করে নির্বাচনের প্রয়োজন হচ্ছে।