অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার (২১ মে) দুই দিনের সফরে ঢাকা আসছেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার (২২ মে) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন পেনি ওং।
গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম দ্বিপক্ষীয় ঢাকা সফর। এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, অস্ট্রেলিয়ায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থী প্রেরণ, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।