ছবিতে হরেক রঙের সবজি মেলা

শীতের মৌসুমে বাজারে মেলে নানা রকম দেশি-বিদেশি সবজি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব সবজি আসে রাজধানীতে। একসময় আমদানি করা হলেও বর্তমানে দেশেই চাষ হচ্ছে বিদেশি শাক-সবজির। চাহিদা থাকায় এসব সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। রাজধানীর ফার্মগেটে চলছে তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা’। মেলা ঘুরে দেখা গেছে জাতের শাক-সবজি। এছাড়াও মেলায় ছাদে বা বারান্দায় সবজি চাষের পদ্ধতিও প্রর্দশন করছে কয়েকটি প্রতিষ্ঠান। যারা এভাবে সবচি চাষ করতে চান তারা মেলায় গিয়ে দেখতে পারেননি। ছবিতে তেমন কিছু বিষয় তুলে ধরা হলো। এবার মেলায় মোট ৭১টি স্টল ও ৫টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলার প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সবজি করব চাষ, পুষ্টি মিলবে বার মাস।’

বাহারি সবজি সাজানো রয়েছে মেলা প্রাঙ্গণে

বাহারি সবজি সাজানো রয়েছে মেলা প্রাঙ্গণে

বাহারি সবজি সাজানো রয়েছে মেলা প্রাঙ্গণে

মেলায় রয়েছে মাশরুমও

মেলায় রয়েছে মাশরুমও

মেলায় রয়েছে নানা জাতের মাশরুমও

SAZZ_26

SAZZ_11

মেলা প্রাঙ্গণে অনেকেই সেলফি তুলছেন

মেলায় ছোট পরিসরে চাষাবাদের পদ্ধতি শেখানো হচ্ছে

SAZZ_23

SAZZ_46