এলজিআরডি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা)

আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সকালে মন্ত্রণালয় পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের অধস্তন সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্প এবং ভবিষ্যতে যেসব প্রকল্প নেওয়ার পরিকল্পনা হচ্ছে সেসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে প্রধানমন্ত্রীকে।    

জানা যায়, সচিবালয়ের সাত নম্বর ভবনে অষ্টম ফ্লোরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। 

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পর্যায়ক্রমে সরকারের সব মন্ত্রণালয় পরিদর্শন করবেন। তিনি মন্ত্রণালয়ের সব কর্মকাণ্ডসহ চলমান প্রকল্প ও মন্ত্রণালয়ের এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং এ সংক্রান্ত নির্দেশনা দেবেন।