সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি জাপা’র ফরাজী


রুস্তম আলী ফরাজী এমপি
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী এ দায়িত্ব পেয়েছেন।
দশম সংসদে এই কমিটির সভাপতি ছিলেন মহিউদ্দিন খান আলমগীর। এবার তাকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির অপর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আফসারুল আমিন, শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূইয়া মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু এবং মোস্তফা লুৎফুল্লাহ।
সংবিধানে দুটি কমিটির কথা উল্লেখ করা হয়েছে তার একটি এই সরকারি হিসাব কমিটি। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারের বার্ষিক আর্থিক হিসাব পরীক্ষা করা সরকারি হিসাব কমিটির মূল কাজ। এছাড়া সরকারের নির্দিষ্টকরণ হিসাব ও এ সম্পর্কে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দেওয়া প্রতিবেদন পরীক্ষা করা এবং কোনও অর্থ বছরে কোনও কাজের জন্য সংসদে মঞ্জুর হওয়া অর্থের চেয়ে বেশি অর্থ খরচ হলে কী পরিস্থিতিতে এই অতিরিক্ত খরচ হয়েছে তা পরীক্ষা করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা এই কমিটির কাজ।