৮৬ উপজেলায় চেয়ারম্যান পদে ২৮৬ জনের মনোনয়ন জমা

উপজেলা পরিষদ নির্বাচন

প্রথম ধাপের ৮৬ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে তিনটি পদে ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে ৮৬ টি উপজেলার মধ্যে ৪টিতে চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে এই উপজেলাগুলোতে এই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

চেয়ারম্যান পদে জামালপুরের সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ ও জয়পুরহাট সদর উপজেলায় একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে চারজন ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।  ভাইস চেয়ারম্যান পদে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় একজন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজশাহীর গোদাগাড়ী ও সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রথম ধাপে ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি।