কবি আল মাহমুদের মৃত্যুতে রাজনীতিকদের শোক

 

কবি আল মাহমুদ ছবি: সংগৃহীতবাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের (৮২) মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার মৃত্যুর পর রাজনীতিকদের পাশাপাশি সাহিত্যপ্রেমী অধিকাংশ মানুষই দুঃখপ্রকাশ করেছেন।

শুক্রবার মধ্যরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবি আল মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির দুই শীর্ষ নেতা কবি আল মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া শোক জানিয়েছেন জাসাস সভাপতি গাজী মাজহারুল আনোয়ার।

সোনালী কাবিনের কবির মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । শুক্রবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘কবি আল মাহমুদের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো, যা সহসাই পূরণ হবার নয় । আলোকিত মানুষ হিসেবে কবি আল মাহমুদ সাহিত্যে-কর্মের মাধ্যম আলো ছড়িয়েছেন।’

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, ‘কবি আল মাহমুদ বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।’

গত ৯ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে আল মাহমুদকে ধানমন্ডি শংকরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরের দিন একই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিউরোলোজিস্ট প্রফেসর আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে ছিলেন।

আল মাহমুদ ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি। কবিতার পাশাপশি গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশুসাহিত্য রচনা করেও তিনি খ্যাতির শিখর স্পর্শ করেছেন।
আরও পড়ুন: 

চিরনিদ্রায় কবি আল মাহমুদ