চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের শোক প্রকাশ

ভ্লাদিমির পুতিনরাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক বার্তায় তারা দুঃখ প্রকাশ করেন। তারা এ দুঃখজনক ঘটনায় সমবেদনা প্রকাশ করেন।

২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের সামনের সড়কে একটি পিক-আপ ট্রাকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই সেই ট্রাকের আগুন পাশের কেমিক্যাল গুদামে লেগে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর এ আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। এ আগুনে পুড়ে নারী-শিশুসহ কমপক্ষে ৬৭ ব্যক্তি নিহত হয়েছেন।