চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ডিএসসিসি’র কমিটি

ডিএসসিসিরাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট), ফায়ার সার্ভিস ও ডিএসসিসির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিত করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ পেশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএসসিসি’র সচিব মো. মোস্তফা কামাল মজুমদারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গঠিত কমিটি আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো.রেজাউল করিমকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির পরিবেশ,জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর),মুন্সি মো. আবুল হাসেম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পুর কৌশল বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী ও ড.ইশতিয়াক আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)লে.কর্ণেল এস এম জুলফিকার রহমান,ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আসাদুজ্জামান,ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো.জাফর আহম্মেদ,ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মো.সিরাজুল ইসলাম,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো.নুরুল ইসলাম,পরিচালক মো.শাহ আলম ও অথরাইজড অফিসার মো. নুরুজ্জামান জাহিদ।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করবেন কমিটির সদস্যরা। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে লাল রঙ দিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ লিখে সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা গ্রহণসহ ভবনগুলোর বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ পেশ করতে বলা হয়েছে।