নিখোঁজদের তথ্য জানতে সরকারি যোগাযোগের নম্বর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়চকবাজারের আগুনের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানতে সরকারের পক্ষ থেকে টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বজনদের যোগাযোগ করার জন্য এ টেলিফোন নম্বর দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নম্বরগুলো হচ্ছে: ০১৭২৭২১২১৬৯, ০১৭১১৯৬৬০৬৩, ০১৭১৫২৩৪৬০৬, ০১৫৫৬৩০৯৬০৬ ।

এছাড়া ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ০১৭৩৭০৮৪৯১৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৬৭টি মৃতদেহ উদ্ধার করেছেন।