শিশুপ্রহরের শেষ দিনে বইমেলায় শিশুদের উপচেপড়া ভিড়

শিশু চত্বরে শিশুদের ব্যাপক উপস্থিতি ছিলশুক্রবার (২২ ফেব্রুয়ারি) ছিলো অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশুপ্রহর। তাই আনন্দঘন পরিবেশে এদিন বিকাল থেকে মেলা প্রাঙ্গণে শিশুদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ করা গেছে। বই কিনে ও শিশুপ্রহরের নানা আয়োজনে তারা আনন্দের সঙ্গে মেলায় সময় অতিবাহিত করে।
বাবা ও মায়ের সঙ্গে ঘুরতে এসে সিসিমপুর, ইকরি ও গোপালভাড়ের গল্পের বই কিনেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাবিল রহমান। নাবিল জানায়, বইমেলায় নতুন নতুন বইয়ের সম্ভার থাকে, এখান থেকে নিজের পছন্দের বই বেছে কিনতে সুবিধা হয় বলে প্রতিবছরের মতো এবারও সে বইমেলায় এসেছে।

শিশুপ্রহরে আনন্দ করার পাশাপাশি পছন্দের বইও কিনেছে শিশুরা এদিকে নাবিলের মতো বিভিন্ন বয়সী শিশু হাসিন রহমান, তমা, আনিফা ও নুসরাত এবারই প্রথম বইমেলায় আসার অভিজ্ঞতা শোনালো। তারা মনে করে, মেলায় শিশুদের জন্য অনেক বেশি জায়গা নিয়ে স্টলগুলো সাজানো দরকার। তারা আজ নিয়ে এবার মোট তিন দিন মেলায় এসেছে। এখানে এসে বই কিনতে গিয়ে তাদের অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। পরিবার থেকে অবসরে তাদেরকে বই পড়তে উৎসাহ দেওয়া হয়। তাই আগামীতে আবারও তারা বইমেলায় আসবে।

তবে মেলায় এসে বই কেনা ছাড়াও শিশুদেরকে সিসিমপুরের সঙ্গে মজা করতে দেখা গেছে। বইয়ের স্টলগুলো ছাড়াও শিশুরা সিসিমপুরের সঙ্গে ছড়া বলা ও গান গেয়ে সময় পার করছে।