‘বঙ্গবন্ধু’ উপাধির ৫০ বছর




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার ৫০ বছর পূর্ণ হলো শনিবার (২৩ ফেব্রুয়ারি)। নানা আয়োজনে দিনটি পালন করা হয়।
১৯৬৯ সালের এই দিনে বাংলাদেশের জনগণ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। টিএসসি কেন্দ্রীক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গুলশান কার্যালয়ে স্টিয়ারিং কমিটির সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। বাসস।