রোদ উঠলেও ভোটার নেই

রোদ দেখা দিলেও, দেখা মেলেনি ভোটারদেরসকাল থেকে বৃষ্টি থাকায় ভোটার কম বলা হলেও সকাল ১০টার পর রোদ উঠলেও কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সরেজমিনে মিরপুর, উত্তরা ও বনশ্রীর বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে পুরো কেন্দ্র খালি। সকালের বৃষ্টিতে ভেজা মাঠ শুকিয়ে এসেছে।

এসওএস হারম্যান মেইনার স্কুলে দেড়টার দিকে দেখা গেছে একজন ভোটারও সেখানে নেই। রোদে ঝলমল স্কুলমাঠ লোকজনশূন্য। এই কলেজে ভোট কেন্দ্র ৪টি। প্রতিটি কেন্দ্রেই ভোট পড়েছে একশোর কম। ভোটারের উপস্থিতি কম থাকায় গল্প করে সময় কাটছে নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আরেক মেয়রপ্রার্থী সাফিন আহমেদ সাড়ে ১১টার দিকে ভোটারদের উপস্থিতি কম জানিয়ে বলেন, বৃষ্টির কারণে কম হতে পারে, বেলা বাড়লে ভোটার বাড়বে আশা করছি।

বৃষ্টি থামলেও কেন্দ্রে নেই ভোটারসকালে ভোট দেওয়ার পর কেন্দ্রের মাঠে সাংবাদিকদের সামনে এসে নৌকার প্রার্থী আতিকুল বলেন, ‘আজ (ভোটের দিন) বৃষ্টির দিন, ছুটির দিন। আপনারা (ভোটার) গরম চা ও গরম খিচুড়ি খেয়ে ভোট দিতে আসেন। নৌকা মার্কায় ভোট দিন।’

সরেজমিনে দেখা গেছে আতিকুল ইসলাম চলে যাওয়ার পরপরেই হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্র একেবারেই ফাঁকা হয়ে যায়। ততক্ষণে ঝলমলে রোদ উঠেছে।

বনশ্রী এলাকার ৯৬০ নং পুরুষ ভোট কেন্দ্রতে ভোটার না থাকার বিষয়ে প্রিজাইডিং অফিসার কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, ‘তার কেন্দ্রে প্রায় শ'খানেক ভোট পড়েছে। সকালে আবহাওয়া খারাপ থাকায় ভোটাররা ভোটকেন্দ্রে আসেনি। এখন যেহেতু এখন রোদ উঠছে আশা করছি আরও লোকজন আসবে ভোট দিতে।’

মানারাত স্কুল অ্যান্ড কলেজে নেই ভোটারদের উপস্থিতি৭২০ নম্বর কেন্দ্রের পোলিং এজেন্ট তৌহিদুল ইসলাম দুপুরে জানান, ‘শীতের সকালে বৃষ্টি, তাই ভোটার আসেনি।’

মোহাম্মদপুরের কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে গিয়েও বেলা ১টার পরে কোনও ভোটার পাওয়া যায়নি।

উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) কাউন্সিলর পদে ভোট চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।