ভোট দিয়েছেন ঢাকা উত্তরের মন্ত্রী-সংসদ সদস্যরা




ভোট দিচ্ছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোট দিয়েছেন শহরের ওই অংশে বসবাসকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিরা। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) স্ব স্ব এলাকার ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দেন বলে জানা গেছে। তবে একজন অসুস্থ থাকায় এবং আরেকজন দেশের বাইরে থাকায় ভোট প্রদান করতে পারেননি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ভোটাধিকার প্রয়োগ করেছেন উত্তরার আই ই এস স্কুলে। তিনি ঢাকা-১৮ (উত্তরা) এর সংসদ সদস্য এবং ভোটার।

ঢাকা-১৫ (মিরপুর) এর সংসদ সদস্য এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার দুপুরে মিরপুরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন।

ঢাকা-১১ (রমনা-তেজগাঁও) এর সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভোট দিয়েছেন মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে।

53160243_639188663207949_7402164989768761344_nঢাকা-১৩ (মোহাম্মদপুর) এর সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ভোট দিয়েছেন মোহাম্মদপুর গদিঘর মাদ্রাসায়। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ভোট শুরু হওয়ার পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ঢাকা-১৪ (মিরপুর) এর সংসদ সদস্য আসলামুল হক জানান, তিনি ভোট দিয়েছেন মাজার রোডের জুভেনিয়ার কিন্ডার গার্টেন স্কুলে। মিরপুরের আরেক সংসদ সদস্য (ঢাকা-১৬) ইলিয়াছ মোল্লা তার নিজে কেন্দ্র মাজিদুল ইসলাম মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি।

ঢাকা-১২ (কুড়িল-বাড্ডা) এর সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ জানান তিনি এখনো ভোট দেননি। তবে, দুপুর তিনটার দিকে ভোট দিতে যাবেন। তার ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল।

ঢাকা-১৭ এর সংসদ সদস্য চিত্রনায়ক আকবর পাঠান ফারুক। দুর্ঘটনার স্বীকার হয়ে বাসায় বন্দী জীবন কাটাচ্ছেন তিনি। ফারুক ট্রিবিউনকে বলেন, সুস্থ থাকলেও তিনি ভোট দিতে পারতেন না, কারণ তিনি তার এলাকা গাজীপুরের কালিগঞ্জের ভোটার। ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ) এর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী দেশের বাইরে থাকায় ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।