বৃহস্পতিবার দুপুরে এ কেন্দ্রের ৪ নম্বর বুথের সহকারী প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাম ভোটার উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। ভোটার উপস্থিতি যেমন কম তেমনি মেয়র প্রার্থী আতিকুল ও অন্য চার মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট নেই বলেও জানান তিনি। বেলা সাড়ে ১২টার দিকে কথা হয় কেন্দ্রের ১ নম্বর বুথের সহকারী প্রিজাইডিং অফিসার জাহিদুর রহমানের সঙ্গে। তার বুথেও আতিকুলের এজেন্ট দেখা যায়নি।
গুলশান মডেল বালিকা বিদ্যালয়েও বেলা ১২টা পর্যন্ত মেয়র আতিকুলের কোনও এজেন্ট দেখা যায়নি। এখানে ৫টি বুথ। ভোটার প্রায় ১০ হাজার। মেয়র আতিকুল বা অন্য প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসাররা কোনও মন্তব্য করেননি। ভোটার উপস্থিতি ও কতজন ভোট দিয়েছেন সে বিষয়েও কথা বলতে নারাজ তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।