আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ও নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অনিয়মের খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি’র পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নিবিড় তদাররিকর মধ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলেও দাবি করেন তিনি।