বিকেএসপি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

মন্ত্রিপরিষদ বৈঠক (ছবি: ফোকাসবাংলা)বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (৪ মার্চ)  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

সচিব জানান, ‘বিকেএসপি এতদিন ১৯৮৩ সালের অর্ডিন্যান্স অনুযায়ী পরিচালিত হচ্ছিল। যেহেতু এটি সামরিক সরকারের আমলে করা অর্ডিন্যান্স, সেহেতু আদালতের একটি নির্দেশনা আছে যে এগুলো আইনে পরিণত করতে হবে এবং তা বাংলায় করতে হবে। এই বাধ্যবাধকতার কারণে এই অর্ডিন্যান্সটিকে বাংলায় আইনে পরিণত করা হচ্ছে। আইনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আগে ছিল ১০ সদস্যের পরিচালনা বোর্ড, এখন তা হয়েছে ২০ সদস্যের। এই বোর্ডের প্রধান থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী।’