দুই মন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের প্রতিনিধি দল ঢাকায়

বাংলাদেশ-সৌদি আরবসৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে বুধবার (৬ মার্চ) রাতে বাংলাদেশে পৌঁছেছে। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও সৌদি আরবের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিসহ প্রায় পঁয়ত্রিশ জনের একটি প্রতিনিধিদল এ সফরে অন্তর্ভুক্ত থাকবেন। সফরকালে বাংলাদেশে সৌদি বিনিয়োগসংক্রান্ত একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবে। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা,  বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন অগ্রাধিকার খাতসমূহে সৌদি বিনিয়োগের বিষয়ে উপস্থাপন করা হবে।

সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ এবং অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন সুবিধা ও প্রণোদনা, বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ ও এর প্রতিকার ইত্যাদি বিষয়ে মতবিনিময় করবেন। 

প্রতিনিধিদল রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।