নূর নাটক করেছে দাবি রাব্বানীর

(বামে) ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল থেকে ভিপি প্রার্থী নূরুল হক নূরের সংবাদ সম্মেলন, (ডানে) ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস প্রার্থী গোলাম রাব্বানীর সংবাদ সম্মেলন

রোকেয়া হলে ব্যালট উদ্ধারের নামে কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে সহ সভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নূর নাটক করেছে বলে দাবি করেছেন ছাত্রলগের সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস প্রার্থী গোলাম রাব্বানী। আজ সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর মধুর ক্যান্টিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ফাঁকা ব্যালট পাওয়া গেলেও এতে সংশ্লিষ্টদের কোনও দায় দেখছেন না তিনি। তবে এই ঘটনা প্রকাশ হওয়ার পর সেখানে গিয়ে এসব ব্যালট উদ্ধার নিয়ে নূর যা বলেছেন তাতে আপত্তি এই ছাত্রলীগ নেতার।  তিনি বলেছেন, ‘যা ঘটেছে তা মোটেই কাম্য ছিল না। ডাকসু নিয়ে এত স্বপ্ন ছিল, আমরা এতো শ্রম দিয়েছি। ব্যালট ছিনতাইয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সেই স্বপ্ন ছিনতাই হয়েছে। নূর হচ্ছে সেই ছিনতাইকারী। 

রোকেয়া হলে নুরুল হক নূরের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে ব্যালেট রয়েছে বলা হলে আমরা হলে যাই। নূর সঙ্গে ছিল। সে নিজে পরীক্ষা করে দেখেছে ওই ব্যালটগুলো ব্ল্যাঙ্ক (ফাঁকা) ছিল। তখন আমরা তাকে বলি, এগুলো ব্ল্যাঙ্ক সেই স্টেটমেন্ট দিতে হবে। যেহেতু সাজানো নাটক, তারা ধরা খাবে তখন উল্টো হামলার একটা অভিযোগ করলো। আমি দেখেছি, সে পানি খেয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। পরবর্তীতে ল্যাবএইড এর চিকিৎসক জানিয়েছে, পানিশূন্যতার জন্য তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।’

এই নেতা আরও বলেন, ‘‘আমরা ধৈর্য ধরেছি। ‘ছাত্রলীগ ঠেকাও বলে’ তারা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা সেই চেষ্টা রুখে দিয়েছি।’’