৭ মার্চের ভাষণ বিশ্বের বিস্ময়: গণপূর্তমন্ত্রী

 

আলোচনা সভায় গণপূর্তমন্ত্রী

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু মুক্তিযুদ্ধের নির্দেশনায় সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘ইতিহাস কখনও রচনা করা যায় না, ঘটে যাওয়া ঘটনা ইতিহাস। যেসব ভাষণের সঙ্গে ৭ মার্চের ভাষণের কম্পেয়ার করা হয়েছে, ওইসব ভাষণের অবস্থান এবং বিদ্যমান পরিস্থিতি আমাদের অবস্থা থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল। যে অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু ভাষণ রেখেছেন, সেখানে সকল কিছু বিদ্যমান ছিল। এই ভাষণে এমন কোনও বিষয় ছিল না, যা কোনোভাবে তিনি এড়িয়ে গেছেন। আর এজন্য বলা হয়, এটা বিশ্বের বিস্ময়। আমার কাছে মনে হয় বাঙালি জাতির ইতিহাসের পথচলা, সবটুকু এর ভেতরে ছিল।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই মুক্তিযুদ্ধের নির্দেশনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে মনে করি, বাঙালি জাতির নির্যাতনের ইতিহাস অনেক দীর্ঘ। হয়তো মহান রাব্বুল আলামিন মনে করেছেন, এখানে একজন মহামানব পাঠানো দরকার। সেজন্য শেখ মুজিবরূপী একজন মহামানব পাঠিয়েছেন। কিন্তু, তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক পেছনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে উত্তোলনের জন্য শেখ হাসিনাকে ২১ বছর লড়াই করতে হয়েছে। এই ২১ বছরের ভেতরে তাকে ১৯ বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ড. মামুন-আল-মাহতাব স্বপ্নীল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।