ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ভুখা মিছিল




ভুখা মিছিলঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে ভুখা মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৫ মার্চ) সোয়া ৪টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে অনশনরত ছয় শিক্ষার্থী ভুখা মিছিল শুরু করেন। এসময় ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন। মিছিলটি ঢাবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা পুনঃতফসিল ঘোষণার পাশাপাশি নির্বাচনে অনিয়মের অভিযোগ মেনে কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেন।

এদিকে ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনে থাকা আট শিক্ষার্থীর মধ্যে দু’জন অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার অসুস্থ হয়ে পড়েন দৃষ্টিপ্রতিবন্ধী রবিউল ইসলাম। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের বিছানায় শুয়েও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায়ে বাকি ছয় শিক্ষার্থীও রাজু ভাস্কর্যের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।

অনশনরত শিক্ষার্থী শোয়েব মাহমদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই তথাকথিত নির্বাচন মানি না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাদের দাবি দুটি। প্রথমত, ডাকসুর পুনর্নির্বাচন দিতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের সঙ্গে জড়িত কর্তৃপক্ষকে এই প্রহসনের নির্বাচনের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।’

গত ১২ মার্চ সন্ধ্যা থেকে ডাকসুর পুননির্বাচনের জন্য অনশন শুরু করেন চার ঢাবি শিক্ষার্থী। শোয়েব মাহমুদ তাদের মধ্যে একজন। তিনি পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রথম দিন তার সঙ্গে আরও তিনজন অনশনে ছিলেন। তারা হলেন, পপুলেশন্স সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইন উদ্দিন, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিন্দ্য মন্ডল, সিইসি'র চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদ তানজিম। ১৩ মার্চ তাদের সঙ্গে যোগ জার্নালিজম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া তামান্না, সিইসি'র মাস্টার্সের শিক্ষার্থীর মিম আরাফাত মানব, আইআর'র দ্বিতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম ও ভূ-ত্বত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ।

ছবি : সাজ্জাদ হোসেন