সুপ্রভাত বাসের চালক ৭ দিনের রিমান্ডে

বাস চালক সিরাজুল

রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় গ্রেফতার সুপ্রভাত বাসের চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বুধবার দুপুরে গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম চৌধুরী আসামিকে আদালতে হাজির করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি চালকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এর আগে আবরার নিহতের ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) রাতে তার চাচা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন (মামলা নং ৩)। এছাড়া দুর্ঘটনার পরপরই আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চালক সিরাজুল ইসলামকে (২৪) আটক করে গুলশান থানা পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার নিহত হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফের বড় ছেলে। এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ১২ দফা দাবিতে নানা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবারও রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান তারা।