পুলিশকে ফুল দিলেন শিক্ষার্থীরা




পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরানিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের পাশে অবস্থান নিয়েছেন। তারা সড়ক নিরাপত্তাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে শুরু হয় এই মানববন্ধন। পরে দেড়টার দিকে মানববন্ধনস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ।

এসময় শিক্ষার্থীরা তাকে ও অন্য পুলিশ সদস্যদের লাল গোলাপ দিয়ে স্বাগত জানান। এরপর শিক্ষার্থীদের সঙ্গে তিনি দাবির বিষয়ে কথা বলেন।

কর্তব্যরত পুলিশ সদস্যদের পানি এগিয়ে দেন শিক্ষার্থীরাশিক্ষার্থীদের সঙ্গে আলাপ শেষে মোস্তাক আহমেদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা দুই দিন ধরে আন্দোলন করছেন। ইতোমধ্যে দোষীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আজকে যারা এখানে এসেছেন তারা শান্তিপূর্ণভাবেই আছেন।

পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা১তিনি আরও বলেন, ‘আমরা আলোচনা করেছি, শিক্ষার্থীদের জানিয়েছি গতকাল মেয়রের অফিসে সাত দিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে কী ডেভেলপমেন্ট থাকবে এটা তাদের জানানো হবে। আমরা অনুরোধ করেছি, তারা যেন রাস্তা ব্লক না করেন, জনভোগান্তি সৃষ্টি না করেন। তাদের কর্মসূচি যাতে শান্তিপূর্ণ থাকে।

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুপুরের কড়া রোদে তাদের খাবার পানিও এগিয়ে দেন।