সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতাভোগীদের ডাটাবেজ তৈরির সুপারিশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন ভাতাভোগীদের ডাটাবেজ তৈরির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে মিল রেখে এই ডাটাবেজ তৈরি করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় সংসদে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্ব বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য মো. শিবলী সাদিক, বেগম নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. ক. ম. সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ বিল-২০১৯ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনসহ জাতীয় সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।

এছাড়া, কিডনি, ক্যানসার, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইসিস রোগীদের সহায়তার জন্য মন্ত্রণালয়ে সহায়তা তহবিল বিতরণ নীতিমালাসহ সব সংসদ সদস্যদের অবগতির জন্য সুপারিশ করা হয়।