সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (২৪ মার্চ) রাজধানীর লেডিস ক্লাব মিলনায়নে ১১০ সুবিধাবঞ্চিত শিশুকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের অনেকের বাবা-মা নেই। তাদের লেখাপড়া শেখানোর কেউ নেই। আর যাদের বাবা-মা আছে, তারা হয়তো এমন পেশায় রয়েছেন যে, তারা শিশুদের দু’বেলা হয়তো কোনোরকমে খেতে দিতে পারেন। লেখাপড়া শেখানো তাদের পক্ষে সম্ভব নয়। সমাজের এই শিশুদের এখুনি যদি শিক্ষা দিয়ে জীবনমান উন্নয়ত করা না যায়, তাহলে তাদের আর পিছিয়ে পড়া থেকে বাঁচানোর সুযোগ থাকবে না। তাই আপনাদের যাদের সামর্থ্য রয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাদের এগিয়ে আসা জরুরি।’   

বৃত্তি প্রদানের জন্য লেডিস ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্লাবের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং লেডিস ক্লাবের সিনিয়র সদস্যরা বক্তব্য রাখেন।