এক মিনিটের ব্ল্যাকআউট: অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো

আলো বন্ধ করে কালরাত স্মরণরাত নয়টা। একে একে নিভে যেতে থাকে সব আলো। এ এক অন্ধকার স্মরণ, শহীদদের স্মৃতিতে অম্লান করে রাখার প্রয়াস। সোমবার (২৫ মার্চ) রাত ৯টায় আলো বন্ধ করে কালরাতে শহীদদের স্মরণ করা হয়।

আয়োজকরা বলছেন, এই অন্ধকার আলোর দিশারী হয়ে দেখা দেবে। কালরাতে ঢাকার রাজপথে নেমে এসেছিল সেনা ট্যাংক, ঝাঁঝরা করে ফেলা হয়েছিল প্রতিবাদী স্বাধীনচেতা বাঙালিকে। গত বছর থেকে ব্ল্যাকআউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করছে ১৯৭১-এর এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের।

আলো নিভিয়ে কালরাতে শহীদদের স্মরণ

২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কালরাত উল্লেখ করে গত ৩ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই রাতটিকে স্মরণ করতে স্বেচ্ছায় আলো নিভিয়ে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছিলেন।