ময়মনসিংহ সিটি নির্বাচন: আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ ইসির

ময়মনসিংহ সিটি করপোরেশন

ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনের আগাম প্রচারসামগ্রী আগামী ৭ এপ্রিলের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৫ মার্চ তফসিল ঘোষণার পরপরই এ সংক্রান্ত নির্দেশনার চিঠি স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন। সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের নির্বাচনি সামগ্রী থাকলে তা ৭ এপ্রিলের মধ্যে নিজ খরচে অপসারণ করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের ১২তম এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামী ৫ মে। গত ২৫ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের আগপর্যন্ত কোনও ধরনের প্রচারণা চালানো যাবে না।