এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

এফ আর টাওয়ারের পাশের ভবন থেকেও ধোঁয়া বের হচ্ছেবনানীর এফ আর টাওয়ার থেকে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। বেলা সাড়ে তিনটার দিকে পাশের একটি ভবন থেকেও ধোঁয়া বের হতে দেখা যায়। এসিগুলো থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত পানি দিয়ে যাচ্ছেন।

বনানীর ১৭ নম্বর রোডে এফ আর টাওয়ারে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুর লাগে। ২১-তলা ভবনটির নয়তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।এফ আর টাওয়ারে আগুন

পাশের ভবন থেকে উদ্ধার হওয়া রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে জানান, ‘এফ আর টাওয়ারের ২৩-তলায় আমরা দুইজন আটকে ছিলাম। সেখানে আর কেউ ছিলো না। পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ছে।’

ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। চারটি লেডার নিয়ে কাজ করলেও ধোঁয়ার কারণে সামনে এগুনো যাচ্ছে না। সময় যত যাচ্ছে ততই চারপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।এফ আর টাওয়ারে আগুন

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ জানান, আগুন নেভানোর সুবিধার জন্য আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।

আরও পড়ুন:

আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন