পঞ্চগড়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমা শেষ

পঞ্চগড়ে জেলা ইজতেমাআখেরি মোনাজাতের মধ্য দিয়ে পঞ্চগড় শহরের রামেরডাঙ্গা মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টা থেকে ১২টা ১৮ মিনিট পর্যন্ত মোনাজাত। ঢাকার কাকরাইল মার্কাজের তাবলিগ জামায়াতের জিম্মাদার মুরুব্বি মাওলানা মো. মোশাররফ হোসেন মুসল্লিদের উদ্দেশে বয়ানসহ আখেরি মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি, বিশ্ব মুসলিম জাতির শান্তি কামনা ও আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে মোনাজাত করা হয়। বয়ান ও মোনাজাতে ঈমান ও আমল মজবুত করতে মুসল্লিদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) সুন্নত ও আদর্শ নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার আহ্বান জানান। মোনাজাতের সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির কান্না ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।পঞ্চগড়ে জেলা ইজতেমা

এর আগে আখেরি মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ হাজারও মানুষ সকাল থেকে ইজতেমা মাঠ এলাকায় উপস্থিত হন।

পঞ্চগড় ইজতেমার জিম্মাদার প্রভাষক মো. মুক্তার আলী জানান, ইজতেমা শেষে মোট ৩১টি জামাত বের হয়েছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ২৫টি এবং ভারতে ৬টি জামাত বের হয়েছে।