সিএমএইচ হাসপাতালে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, আবু হেনা মোস্তফা কামালের বয়স ৪০ বছর। তিনি এফ আর টাওয়ারে হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি ঢাকার পুরাতন কচুক্ষেত, বাড়ি নম্বর ২২৩/এ। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান তার বড় ভাই আবু হেনা আহম্মেদ সিরাজুর রহমান। তিনি অগ্নিদগ্ধ ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আগুন লাগার পর, ওই ভবন থেকে মোট ১৩০ জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ২৬ জন মারা গেছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।