অডিট আপত্তি দেওয়ার আগে সিএন্ডএজিকে যথার্থতা নিশ্চিতের তাগিদ

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)অডিট আপত্তি দেওয়ার আগে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (সিএন্ডএজি) তার যথার্থতা নিশ্চিত হতে বলেছে সংসদীয় কমিটি। রবিবার (৩১ মার্চ) সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে অডিট আপত্তির বিষয়ে আলোচনা করে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূঁঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু) এবং মুস্তফা লুৎফুল্লাহ অংশ নেন।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মন্ত্রণালয় ও সিএন্ডএজির কর্মকর্তাদের সমন্বয়ে দু’টি কমিটি গঠন এবং কমিটিকে সাতদিনের মধ্যে রিপোর্ট দাখিলের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটি সরকারি ক্রয়ের ক্ষেত্রে অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধিদফতরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয়। এছাড়া কমিটি যেকোনও সরকারি ক্রয়ের ক্ষেত্রে সঠিকভাবে বাজার যাচাইয়ের সুপারিশ করে।