পঞ্চম দিনে মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি, সোমবার থেকে অনশন

মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি২০১৮ সা‌লে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ও কোডবিহীন মাদ্রাসাগুলো কোড নম্বর অন্তর্ভুক্ত করার সরকার প্রতিশ্রু‌তি বাস্তবায়নের দাবিতে পাঁচদিন ধরে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) থেকে তারা অনশনে যাবেন বলে জানিয়েছেন।

রবিবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে সমিতির সভাপতি কাজী ফয়জুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবস্থান কর্মসূচি পাঁচদিন ধরে চললেও এখন পর্যন্ত  সরকারের কেউ আমাদের আশ্বস্ত করেননি। আমরা যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তারা জানিয়েছে, আপনাদের বিষয়টি আমরা মন্ত্রীর দৃষ্টিগোচর করার চেষ্টা করছি।’ 

অনশন কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজকের মধ্যে আমাদের কোনও আশ্বাস না দিলে আগামীকাল থেকে অনশন করবো। সরকারের পক্ষ থেকে সন্তোষজনক আশ্বাস পেলে আমরা চলে যাবো।’

তারা আরও বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়। ত‌বে ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারের সব কাজে অংশগ্রহণ করে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২০-৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায় কিন্তু তারা  তেমন কোনও বেতন পান না। তারপরও তারা শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। ১৫১৯টি মাদ্রাসার প্রধান শিক্ষক ২৫০০ টাকা এবং সহকারী শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। বাকি প্রায় ৮ হাজার ৫০০টি মাদ্রাসার শিক্ষকরা প্রায় ৩৪ বছর ধরে বেতন-ভাতা হতে বঞ্চিত।