নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: স্পিকার

রংপুরের এক অনুষ্ঠানে স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না। তাদের সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত পীরগঞ্জের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের দুই মাসব্যাপী ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন প্রশিক্ষণ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যেই এ ঘটনায় দায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

পরে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তরুণরা প্রশিক্ষণের সুযোগ পেলে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারবে। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত কার্যক্রমের সুফল তৃণমূল জনগণের কাছে পৌঁছে যাচ্ছে।