অগ্নি-নিরাপত্তা নিশ্চিতে গঠিত হচ্ছে ডিএনসিসির তিন কমিটি

ঢাকা উত্তরের ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ডিএনসিসি’র বৈঠক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ভবনগুলোতে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গুলশানের নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অগ্নি-নির্বাপক বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কমিটিগুলো গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিগুলো হচ্ছে- কেন্দ্রীয় কমিটি, কারিগরী কমিটি ও পরিদর্শন কমিটি।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাইকে আহ্বায়ক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এ কমিটিতে আরও থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, অগ্নি-নির্বাপক বিশেষজ্ঞ, অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি।

কারিগরী কমিটিটি মূলত বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে।

এছাড়া ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ইতোপূর্বে গঠিত হওয়া পরিদর্শন কমিটিতে অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, ভবন পরিদর্শন কমিটি ইতোমধ্যে ৩৩টি ভবন পরিদর্শন করেছে। এর মধ্যে রয়েছে বহুতল শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, হাসপাতাল ও বেসরকারি অফিস। মতবিনিময় সভায় উপস্থিত অগ্নি-নিরাপত্তা সেবাদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রত্যেকে কমপক্ষে ৫টি করে ভবনের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভায় মেয়র বলেন, ‘ডিএনসিসির সব ভবনে পর্যায়ক্রমে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।