সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আমিনুল হকের প্রথম জানাজা ‍অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে আমিনুল হকের জানাজা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। রবিবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের চত্বরে জানাজা হয়।

জানাজায় অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন।  

এছাড়াও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল মতিন খসরু, শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অসংখ্য আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আমিনুল হকের জানাজা জানাজা শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফুল দিয়ে আমিনুল হকের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শ্রদ্ধা নিবেদন করেন। 

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মৃত্যুতে একজন দক্ষ আইনজীবী এবং জাতীয়তাবাদী দল বিএনপি হারিয়েছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।’