৬৭ লাখ টাকা চিকিৎসা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

অনুদানের চেক দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুইজন বীর মুক্তিযোদ্ধা ও একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে চিকিৎসার জন্য ৬৭ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

এর মধ্যে মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের কর্মচারী মো. ইয়াকুব হোসেন খানকে ২৫ লাখ এবং মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইমরানকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। তাদের দু‘জনকেই চিকিৎসার জন্য এই অনুদানের অর্থ দেওয়া হয়েছে।

এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী শিরিনা রহমানকে দেওয়া হয়েছে ৩২ লাখ টাকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন।