কাঙ্ক্ষিত মান অর্জন সাপেক্ষে যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি) স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাঙ্ক্ষিত মান অর্জন সাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এই তথ্য জানান।

পরে মন্ত্রীর অনুরোধে সংশ্লিষ্ট সংসদ সদস্য তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।

অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে এমপিওভুক্তি নিয়ে কথা বলেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্তির বিষয়ে গত বছর একটি নীতিমালা করা হয়েছে। সেখানে কিছু শর্ত পূরণের কথা বলা হয়। সেই নীতিমালার আলোকে সাড়ে ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে আবেদন করেছে। সেখান থেকে আড়াই হাজারের কিছু বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যোগ্য বলে বিবেচিত হয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে চিহ্নিত এই তালিকা এখন যাচাই-বাছাই চলছে। এই যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। কোনও নির্দিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে নয়, যাচাই বাছাই শেষে অনলাইনে আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা যোগ্য বিবেচিত হবে তাদের এমপিওভুক্ত করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাঙ্ক্ষিত মান অর্জন সাপেক্ষে এমপিওভুক্ত করা হবে।’

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমার কাজের তালিকাগুলোর মধ্যে প্রথমদিকেই এই এমপিওভুক্তির বিষয়টি আছে। এই সংসদের সব সদস্যই শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও হওয়ার পক্ষে একমত। আমি নিজেও সংসদে অনেকবার এমপিওভুক্তির দাবি করেছি, আবেদন করেছি। এমপিওভুক্তির দাবিটি অব্শ্যই যৌক্তিক। একজন শিক্ষকের সন্তান হিসেবে এই দাবির প্রতি আমার পরিপূর্ণ সমর্থন আছে। কিন্তু এর সঙ্গে বিশাল অঙ্কের আর্থিক ব্যাপার রয়েছে। সরকারের সক্ষমতার বিষয়টি এর সঙ্গে জড়িত। এছাড়াও রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের মানের বিষয়টিও।’