পররাষ্ট্র মন্ত্রণালয়ে নারী নিপীড়ন বিরোধী কমিটি গঠন

পররাষ্ট্র মন্ত্রণালয়সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নারী নিপীড়ন এবং যৌন নির্যাতন বিরোধী অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত নারীকর্মীদের সুবিধার্থে এই কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অণু বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

দুই সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নওরীন আহসানকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাহিদা রহমান সুমনা।

মন্ত্রণালয় এবং দূতাবাসের যেকোনও নারী কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য; মন্ত্রণালয় বা দূতাবাসের পুরুষ কর্মকর্তা ও কর্মচারী দ্বারা নিগৃহীত নারী এবং বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত যেকোনও বাংলাদেশি নারী এখানে অভিযোগ করতে পারবেন।

অফিস সময়ে বা ইমেইলে যেকোনও সময়ে অভিযোগ পাঠানো যাবে বলে অফিস আদেশে বলা হয়েছে।