ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী১

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২ মে) নিরাপদ ভবন নির্মাণ বিষয়ে মন্ত্রিসভা গঠিত কমিটির বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাকিদদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, উপকূলের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পরিচিত। তারাও দুর্যোগ মোকাবিলায় সচেতন রয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে কাজ চলছে।

তিনি বলেন, ফণীর প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্নে রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত রয়েছে। ফায়ার সার্ভিস, আনসার, পুলিশ, বিজিবিসহ সব বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজন হলে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে নামতে পারবেন। জেলা পুলিশ বিভিন্ন উপজেলার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।