‘ফণী’র প্রভাবে প্রাথমিক বিদ্যালয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব স্থাপনার ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ মে) এ বিষয়ে  আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত আদেশে বলা হয়— বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ খুব শিগগিরই আঘাত হানতে পারে। এমতাবস্থায় নিজ নিজ অফিস ও প্রাথমিক বিদ্যালয়সহ সব ধরনের স্থাপনার সম্ভাব্য ক্ষতি পরিহারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এদিকে, ঘূর্ণিঝড় ফণীর কারণে চলমান এইচএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ৪ মে’র নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে ১৪ মে।

আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার (৩ মে) থেকে বাংলাদেশে ‘ফণী’র প্রভাব শুরু হতে পারে। এদিন সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে ফণী আঘাত হানতে পারে।