বিএনপি দৈন্যদশায় পৌঁছে গেছে: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)বিএনপি দৈন্যদশায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেও করেনি। তারা নির্বাচনে অংশ নিলেও মাঠে তৎপর ছিল না। তাদের কোনও প্রচারণা ছিল না, অনেকে কেন্দ্রে এজেন্ট দেয়নি। আর মনোনয়ন বাণিজ্য তো হয়েছেই। এক আসনে একাধিক প্রার্থী ছিল। মনোনয়ন বাণিজ্যের কারণে লেজেগোবরে হয়ে গেছে তাদের নির্বাচন। লন্ডন থেকে সেই মনোনয়ন বাণিজ্যের সূত্রপাত। ঢাকাতেও বাণিজ্য হয়েছে। সোজা কথা, বিএনপি দৈন্যদশায় পৌঁছে গেছে।’
সোমবার (২০ মে) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামি। দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেওয়া সহজ নয়। ফলে সিদ্ধান্তহীনতার কারণে বিএনপি দৈন্যদশায় আছে। ধার করা নেতৃত্ব দিয়ে চলছে বিএনপি।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া আদালতে শাস্তি পেয়েছেন। তার বিচারের জন্য সরকার তো কোনও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেনি। ওই মামলাও সরকার দেয়নি বরং তারা যতবার আদালত থেকে সময় নিয়েছে সেটা নজিরবিহীন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়াকে বেঁচে থাকার জন্য জাউ খেতে হচ্ছে- এটা সঠিক তথ্য নয়। খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কথা বলে জেনেছি, তারাও একই কথা বলেছে। অসতর্ক অবস্থায় যে কারও জিহ্বায় কামড় লাগতে পারে। এটা কোনও রোগ নয়।’