স্থগিত ৫ উপজেলার ভোট ১৮ জুন





উপজেলা পরিষদ নির্বাচননির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় স্থগিত ৫টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ১৮ জুন। বুধবার (২২ মে) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই ৫ উপজেলা হলো কিশোরগঞ্জ জেলার কটিয়াদী, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ফেনী জেলার ছাগলনাইয়া, নেত্রকোনা জেলার পূর্বধলা ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রভাব বিস্তারসহ সহিংসতায় আশঙ্কায় এই ৫ উপজেলার ভোট স্থগিত করেছিল।
১৮ জুন স্থগিত এসব উপজেলার ভোটগ্রহণ ছাড়াও ৫ম ধাপের ১৬টি উপজেলার ভোট হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।