শিক্ষার্থীদের কৃষিকাজে যুক্ত হওয়ার পরামর্শ কৃষিমন্ত্রীর





ড. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)স্কুল-কলেজের শিক্ষার্থীদের কৃষিকাজে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমাদের দেশের শিক্ষিত ছেলেমেয়েরা মাঠে কাজ করতে যেতে চায় না। অথচ ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মকালে স্কুল-কলেজ বন্ধ থাকে। এর মূল কারণ, এ সময় ছেলেমেয়েরা মাঠে কাজ করে।’

বৃহস্পতিবার (৩০ মে) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ধানের বাজার মূল্য ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষকের সবচেয়ে বড় সমস্যা হলো, শ্রমিক না পাওয়া। তিনবেলা খাবারের সঙ্গে ৬০০ থেকে ৭০০ টাকা দিয়ে কামলা রাখতে হয়। এতে চাষির উৎপাদন খরচ বেড়ে যায়। ফলে ধানের দাম কম পেলে, কৃষক ক্ষতিগ্রস্ত হন।’

সাংবাদিকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘এইট, নাইট, টেন ও এইচএসসি লেভেলের ছাত্রদের আমরা ভবিষ্যতে কৃষিকাজে লাগাতে পারি কি না? ২০-২৫ দিন স্কুল বন্ধ রেখে তাদের আমরা কাজে লাগাতে পারি কি না? এতে তাদের তেমন কোনও ক্ষতি হবে না। ছেলেমেয়েরা কাজ করবে, এটা হতে পারে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘গত আউশ মৌসুমে ২৭ লাখ মেট্রিকটন লক্ষ্যমাত্রার বিপরীতে ২৯ লাখ মেট্রিকটন ধান উৎপাদন হয়েছে। আমন মৌসুমে ১৪০ লাখ মেট্রিকটন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ১৫৩ লাখ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ লাখ মেট্রিকটন বেশি। একইভাবে আউশ, আমন ও বোরোর উৎপাদন এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে।’